গ্রামকে শহরে রূপান্তরের দরকার নেই, সুযোগ-সুবিধা পৌঁছাতে হবে
স্বাধীনতা পরবর্তী সময়ে নগরায়ণের পরিমাণ ছিল মাত্র ৮ শতাংশ। বিভিন্ন সংস্থার তথ্যমতে এ নগরায়ণের পরিমাণ বেড়েছে প্রায় ৩০ শতাংশের বেশি। দেশের জনসংখ্যা এখন ১৬ কোটির বেশি। এর এক-তৃতীয়াংশ নগরবাসী। দ্রুতগতিতে জনসংখ্যা বাড়ার কারণে নগরায়ণও পেয়েছে গতি। ফলে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা শহর। তাতে বাড়ছে জলাবদ্ধতা, গণপরিবহন ও আবাসন সংকট। এসব সংকট নিরসনে ও মানুষের জীবনমান উন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপ প্রণয়ন করা হয়েছে। নগরায়ণের সংকট ও সমাধানে জাগো নিউজকে সুচিন্তিত মতামত জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান।
- ট্যাগ:
- মতামত
- শহর
- গ্রামাঞ্চল
- সুযোগ-সুবিধা
- নগর পরিকল্পনা