কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লঞ্চ স্টাফদের গাফিলতি, বিসিএসে বসা হলো না শতা‌ধিক পরীক্ষার্থীর

ডেইলি বাংলাদেশ ভোলা জেলা প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ১৮:০০

ভোলা-মনপুরা-হা‌তিয়া-ঢাকা রু‌টের লঞ্চ তাস‌রিফ-২ এর স্টাফ‌দের গাফিল‌তির কার‌ণে বি‌সিএস প্রিলি‌মিনা‌রি পরীক্ষায় বসা হলো না প্রায় শতা‌ধিক পরীক্ষার্থীর।


বি‌সিএস পরীক্ষার্থী আব্দুস সামাদসহ বেশ কয়েকজন পরীক্ষার্থী জানান, বৃহস্প‌তিবার বিকেল ৩টার দি‌কে ভোলার মনপুরা লঞ্চঘাট থে‌কে ঢাকার উ‌দ্দেশ্যে তাস‌রিফ-২ ল‌ঞ্চে ওঠেন তারা। লঞ্চ‌টি মনপুরা থে‌কে ছে‌ড়ে ভোলার তজুম‌দ্দিন, হা‌কিমউ‌দ্দিন, দৌলতখান ও সদ‌রের ই‌লিশা বিশ্বরোড ঘা‌টে ভি‌ড়ে যাত্রী উ‌ঠি‌য়ে সন্ধ্যার দি‌কে ঢাকায় রওনা হয়। ল‌ঞ্চে হা‌তিয়া, মনপুরা, তজুম‌দ্দিন, হা‌কিমউ‌দ্দিন, দৌলতখান ও ভোলা সদ‌রের শতা‌ধিক বি‌সিএস পরীক্ষার্থী ছি‌লেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও