You have reached your daily news limit

Please log in to continue


দাম যতই বাড়ুক, সরকারের তাতে কী যায় আসে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পেঁয়াজের দাম, মরিচের দাম, চালের দাম, তেলের দাম যতই বাড়ুক এ সরকারের তাতে কী যায় আসে? যারা দাম বাড়িয়েছে, তারা বাজার সিন্ডিকেটের মাধ্যমে, লুটপাটের মাধ্যমে, বিশ্বের উন্নত দেশে বাড়িঘর করছে। বাংলাদেশের নিম্ন ও মধ্যআয়ের মানুষ বাঁচল না মরল, তাতে তো তাদের কিছু যায় আসে না।’

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার শ্রমিক দল আয়োজিত ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও শ্রমজীবী মানুষের ভোগান্তির’ প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “এক লাফে সয়াবিন তেলের দাম সাত টাকা বেড়েছে। পৃথিবীর অন্য কোনো দেশের এক লাফে তেলের দাম সাত টাকা বাড়া অসম্ভব ব্যাপার। কিন্তু, এ দেশে সম্ভব। কে এর প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে তো আপনাকে যেতে হবে শ্রীঘরে অথবা লাল ঘরে। ‘প্রতিবাদ’ বলে যে শব্দটি গণতন্ত্রে স্বীকৃত, সে শব্দটিকে নির্বাসনে পাঠিয়েছেন শেখ হাসিনা। এটাই হলো বাস্তব অবস্থা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন