সিঁড়িতে কিশোরীর জবাই করা লাশ, পাশেই ক্ষতবিক্ষত কিশোর
টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকা থেকে সুমাইয়া নামের নবম শ্রেণীর এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আশঙ্কাজনক অবস্থায় মনির নামের এক কিশোরকে (১৭) উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে কলেজ রোড এলাকার খোকন নামের এক ব্যক্তির বাড়ির সিঁড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, ‘এলেঙ্গা পৌরসভার শামসুল হক কলেজের সামনে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জবাই করা এক কিশোরী ও এক কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।’
‘‘পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সেসময় ওই কিশোর জীবিত ছিল। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।’’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে