গবেষণায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে কেন?
শিক্ষার মান ও শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদন আমার দৃষ্টি কেড়েছে। শিক্ষকদের মান ও কীভাবে সেটির মানোন্নয়ন করা যায় সে বিষয়ে আলোকপাত করতে গিয়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল (Angela Merkel)-এর একটি বক্তব্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। দেশটির বিচারক, চিকিৎসক ও প্রকৌশলীদের সে দেশের সর্বাধিক বেতনভোগী শিক্ষকদের সমপরিমাণ বেতনের প্রত্যাশার দাবির পরিপ্রেক্ষিতে ম্যার্কেল বলেছিলেন, ‘যারা আপনাদের শিক্ষাদান করেছেন, তাদের সঙ্গে কীভাবে আপনাদের তুলনা করি?’
শিক্ষা-দীক্ষা, জ্ঞান-সৃষ্টিতে তথা গবেষণায় অনেক উন্নত দেশের তুলনায় জার্মানি কিন্তু অনেক এগিয়ে। দেশটির অন্তত পাঁচটি বিশ্ববিদ্যালয় ২০২০ সালের কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে।