![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F04%2F07%2Fb0c1522b676236a8d4ceff57b9e710bc-606d8197a3026.jpg%3Fjadewits_media_id%3D721107)
টিকা নিয়ে এত অব্যবস্থাপনা!
গণমাধ্যমকর্মী শাহেদ শফিক করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি। তার টিকা কার্ডে দ্বিতীয় ডোজের তারিখ দেওয়া হয় ২১ এপ্রিল, অনলাইনে চেক করতে গিয়ে তিনি দেখেন সেখানে লেখা ২৫ এপ্রিল। কিন্তু আজ (২৫ অক্টোবর) পর্যন্ত তিনি টিকার দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পাননি।
আরেক গণমাধ্যমকর্মী গোলাম মওলা করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন গত ২১ আগস্ট। কিন্তু তিনিও টিকা নেওয়ার জন্য এসএমএস পাননি। তিনি প্রায়ই সুরক্ষা অ্যাপে গিয়ে চেক করেন কিন্তু সেখানে বলা হচ্ছে, আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে। টিকা দেওয়ার তারিখ এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে