
ক্যানসার রোগী-শিশুসহ ১৩ জনকে আটক ইসরায়েলি বাহিনীর
ক্যানসার আক্রান্ত রোগী ও দুই শিশুসহ সোমবার (২৫ অক্টোবর) ১৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীর এবং আল-কুদসের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় তাদের। ইসরায়েলি সেনারা রামাল্লাহ এবং আল-বিরেহ গভর্নরেটের আল-বিরেহ শহর থেকে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা একজন শিক্ষককে গ্রেফতার করেছে বলে জানায় ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা। খবর প্রেসটিভি।