ফরিদপুরের নদী ভাঙন ও পদ্মার চরে বিনামূল্যে চক্ষু সেবা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সুলতানপুর এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল চক্ষু ক্যাম্প। সোমবার দিনব্যাপী চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে পদ্মার বিভিন্ন চর ও নদী ভাঙন এলাকার দুই সহস্রাধিক শিশু, নারী-পুরুষ বিনামূল্যে সেবা নেন। এদের মধ্যে থেকে ৪০০ জনকে বাছাই করা হয় ছানি অপারেশনের জন্য।
এদের পরবর্তীতে ফরিদপুরে বিনামূল্যে অপারেশনসহ সব ওষুধ দেয়া হবে। প্রতিবছর এই এলাকায় আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।