টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচটি যেসব কারণে হয়ে উঠতে পারে উত্তপ্ত
"টি-টোয়েন্টি অনেক ছোট খেলা, আমরা নিজেদের দিনে কী করতে পারি সেটা সবাই জানে," টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ দলের সাথে আজকের ম্যাচের আগে এই বক্তব্য দেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।
যদিও বাংলাদেশ মনে করছে শারজাহ'র যে মাঠটিতে রবিবারের ম্যাচটি হবে সেটি অনেকটা ঢাকার মিরপুরের মতই এবং ঢাকার ই মাঠে সাম্প্রতিক মুখোমুখি ম্যাচগুলোতে শ্রীলঙ্কার বিপক্ষে ভাল করেছে বাংলাদেশ।
পরিসংখ্যানের বিচারে গত ৫টি মুখোমুখি ম্যাচে যদিও বাংলাদেশের চাইতে পিছিয়ে শ্রীলঙ্কা, কিন্তু দাসুন শানাকা মনে করেন বর্তমান অবস্থানে সাকিব-মাহমুদুল্লাহর দলটির চেয়ে এগিয়ে আছেন তারা।
তিনি বলেছেন, বাছাইপর্বে বাংলাদেশ ওমান ও পাপুয়া নিউ গিনির সাথে জিতে ফর্মে ফিরেছে কিন্তু সামগ্রিকভাবে শ্রীলঙ্কা এগিয়ে, শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনাই বেশি। তিনি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন।