সাম্প্রদায়িক সম্প্র্রীতি বজায় রাখতে করণীয়
এবার দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে বীভৎস সাম্প্রদায়িক সন্ত্রাস আমরা দেখেছি। এ ধারা চলতে পারে না। তাই আমাদের সমাজদেহের সর্বত্র ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতা দূরীকরণের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদের মোট ১০টি প্রস্তাবনা পেশ করা হলো।
পরিবার: আমাদের মনে রাখতে হবে, সাম্প্রদায়িকতা এমন একটি অসুখ, যার চিকিৎসা শুধু বাহ্যিক লক্ষণের নিরাময় নয়, বরং তার গোড়াটি চিহ্নিত করে নির্মূল করার উদ্যোগ নেওয়ার মধ্যে নিহিত। সে কাজটি শুরু করতে হবে পরিবার থেকে। দেশের শিক্ষিত, সচেতন ও শুভবুদ্ধিসম্পন্ন প্রত্যেক নাগরিককে তার নিজের এবং নিকটবর্তী বৃহত্তর পারিবারিক পরিমণ্ডলের শিশুদের শুরু থেকেই অসাম্প্রদায়িকতার দীক্ষা তথা ধর্মে ধর্মে বিভেদ না করা, নিজ ধর্মকে শ্রেষ্ঠ না ভাবা, অন্যের ধর্মকে হেয় না করা; সর্বোপরি ধর্ম-গোত্র নির্বিশেষে সব মানুষকে সমান ভাবা, তাদের সম্মান করা ও ভালোবাসার শিক্ষা দিতে হবে।