ওটিটি অ্যাপস নিয়ন্ত্রণ নিয়ে কী হচ্ছে?
ওটিটি (ওভার দ্য টপ) নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে ‘অনৈতিক ও আপত্তিকর’ ভিডিও কনটেন্ট পরিবেশনের অভিযোগ দীর্ঘদিনের। এসব নিয়ন্ত্রণে উচ্চ আদালতের নির্দেশে একটি গাইডলাইন তৈরি করছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এরই মধ্যে গাইডলাইনের খসড়া চূড়ান্ত করার কাজ চলছে। আগামী ১ নভেম্বর সেই খসড়া গাইডলাইন আদালতে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
এই খসড়া গাইডলাইনের মধ্যে যোগাযোগ নির্ভর অ্যাপস নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ের বিষয়টি থাকছে বলে জানা গেছে। দেশে অসংখ্য বিদেশি ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন- নেটফ্লিক্স, আইফ্লিক্স, হইচই, অ্যামাজন প্রাইম জি-ফাইভ ইত্যাদি রয়েছে। আর দেশিগুলোর মধ্যে আছে বঙ্গ, বিঞ্জ, চরকি, বাংলাফ্লেক্স, বায়োস্কোপ, সিনেম্যাটিক, আড্ডাটাইমস, টফি ইত্যাদি। দেশিগুলোতে কী ধরনের কনটেন্ট আছে তা নিয়ন্ত্রণ, নজরদারি করা এবং সেসব থেকে রাজস্ব আয়েরও পরিকল্পনাও থাকছে খসড়াতে।