হাজীগঞ্জের সহিংসতাও একই ছকে
সম্প্রতি দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর সংঘটিত সহিংস ঘটনাগুলোর মতোই গত ১৩ অক্টোবর শারদীয় দুর্গোৎসবের অষ্টমীর দিন ফেসবুকে ঘুরে বেড়ানো একটি পোস্টকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জেও হামলার সূত্রপাত হয়।
ওই পোস্টে দাবি করা হয়, আগের দিন কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআনের 'অবমাননা' করা হয়েছে। ছড়িয়ে পড়া ওই গুজবের পরিপ্রেক্ষিতে হাজীগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সেদিন এশার নামাজের কিছুক্ষণ আগে হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের একদল যুবক বিশ্বরোড মোড় এলাকায় জড়ো হয়ে কথিত ওই ঘটনার প্রতিবাদে মিছিল বের করে।
সেখান থেকে মিছিলটি রাত ৮টার দিকে সোজা প্রায় ১ কিলোমিটার দূরের হাজীগঞ্জ বড় মসজিদে পৌঁছায়। সে সময় নামাজ শেষ করে লোকেরা মসজিদ থেকে বের হচ্ছিল। দ্রুত ওই যুবকদের নেতৃত্বে মিছিলে বহু মুসল্লিসহ কয়েকশ মানুষ যোগ দেয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভাঙচুর
- সহিংসতা
- ছক
- পূজামণ্ডপে হামলা