ফরিদপুরে পেঁয়াজের বীজ বিক্রির ১২ লাখ টাকা লুটের অভিযোগ

জাগো নিউজ ২৪ ফরিদপুর সদর প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১, ১৯:৪৮

ফরিদপুরের সদরপুরে পেঁয়াজের বীজ চাষি আল-আমিন মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ১২ লাখ টাকা ও আটভরি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। রোববার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।


পেঁয়াজের বীজ চাষি আল-আমিন অভিযোগ করে জানান, প্রতিবেশী ও চাচা গণি মোল্লা এবং তার ছেলে মন্টু মোল্লার নেতৃত্বে ১০-১২ জন বাড়িতে হামলা চালিয়ে আগের দিন বীজ বিক্রি করে ঘরে রাখা ১২ লাখ টাকা ও আটভরি স্বর্ণালঙ্কার লুটে করে নেয়। ঘটনার সময় তিনি বাড়িতে না থাকায় হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে ছোটো ভাই হেলাল মোল্লা (৩২) গুরুতর আহত হন। তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে