‘আগে দেশ ছাড়ার কথা ভাবতাম না, কিন্তু এখন ভাবছি’
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ২১:৪০
ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করেন মালবিকা মজুমদার। তার নিজের বাড়ি ফেনী আর শ্বশুরবাড়ি নোয়াখালী জেলায়।যেসব এলাকায় তিনদিন ধরে পূজা মণ্ডপ ও মন্দিরে হামলা হয়েছে তার মধ্যে রয়েছে ফেনী সদর এবং নোয়াখালীর চৌমুহনী।
মালবিকা মজুমদার বলছেন, তার দুই পরিবারেরই আত্মীয়স্বজনেরা এখন আতঙ্কে ঘরের বাইরে বের হচ্ছেন না। তারা রাত জেগে নিজেদের বাড়িঘর এবং ব্যাবসায়িক প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন। তিনি বলছেন, এদেশে তিনি ও তার পরিবার কতটা নিরাপদ তা নিয়ে মনে সন্দেহ কাজ করছে।
"দেশে একটা স্থিতিশীল সরকার থাকা অবস্থায় এরকম পরিস্থিতি আমাদের কারো জন্যই কাম্য নয়। আমাদের যাদের সামর্থ্য আছে, দেশ ছাড়ার কথা কথা ভাবতাম না কিন্তু এখন সেটা প্রথম চিন্তা হয়ে গেছে।"