২১ অক্টোবর থেকে ইউএস-বাংলার কলকাতা ফ্লাইট
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ১৭:১৬
২১ অক্টোবর থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশ ও ভারতের মধ্যকার এয়ার বাবল চুক্তির আওতায় সপ্তাহে দু’টি ফ্লাইট ফ্লাইট পরিচালনা করবে তারা।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি বৃহস্পতিবার ও শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতায় অবতরণ করবে। একই দিন বেলা ১১টায় কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।