You have reached your daily news limit

Please log in to continue


রাষ্ট্রধর্ম পরিবর্তনের সাহস-ক্ষমতা কারও নেই: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার সাহস ক্ষমতা কারো নেই। সরকারের একজন প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার ঘোষণা দিয়ে গর্হিত কাজ করেছেন। তিনি সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। হুসেইন মুহম্মদ এরশাদ ও সেনাবাহিনীকে কটূক্তি করেছেন তিনি। তাকে ক্ষমা চাইতে হবে।’

শনিবার দলের বনানী কার্যালয়ে জাপার গাজীপুর মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। সংবিধানে রাষ্ট্রধর্ম যোগ করায় সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের সমালোচনা করেছেন। রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার কথা বলেছেন। জাপা তার বক্তব্যের প্রতিবাদে কয়েকদিন ধরেই মুখর। এ নিয়ে মুখ খুললেন দলের চেয়ারম্যানও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন