বলিউড বনাম টলিউড। অভিষেক বচ্চন বনাম জিৎ। কী ভাবে?
খুব শিগগিরি বড় পর্দায় বাংলার জনপ্রিয় অভিনেতা আসছেন ‘রাবণ’ অবতারে। দশেরা অর্থাৎ রাবণ বধের দিনে সাড়ম্বরে নিজেই ঘোষণা করলেন জিৎ। ২০১০-এ মণিরত্নমের হাত ধরে দর্শকদের সামনে রাবণকে প্রথম এনেছিলেন অভিষেক বচ্চন। ছবিতে সীতা হয়েছিলেন ঐশ্বর্য রাই। দশমীতে, রাবণ বধের দিনেই এ বার বাংলায় রাবণের প্রথম ঝলক। উপহার দিলেন জিৎ। ইনস্টাগ্রামের ছবি বলছে, পাভেলের ‘অসুর’-এর পর ফের অন্য চেহারায় এই ছবিতে দর্শকদের সামনে আসতে চলেছেন অভিনেতা।