কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জীবনের জন্য পরিবেশ

সমকাল ড. এ এস এম সাইফুল্লাহ প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ০৯:২৩

একুশ শতকের অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা। বিগত সময়ের সব হিসাব-নিকাশ থেকে যে ফলাফল বেরিয়ে এসেছে, তা এই ধরিত্রীর জন্য মোটেই সুখকর নয়। দিন দিন শঙ্কা তৈরি হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। ৫০০ কোটি বছরের পুরোনো গ্রহে প্রাণের আবির্ভাব ঘটেছিল প্রায় ৩৫০ কোটি বছর আগে। এই সুদীর্ঘ কাল-পরিক্রমায় বহু প্রাণী ও উদ্ভিদ প্রজাতির আবির্ভাব ও বিলুপ্তি ঘটেছে। তবে প্রাণের অস্তিত্বের ধারা ব্যাহত হয়নি, নিরবচ্ছিন্ন থেকে গেছে। জীবনের জন্য অপরিহার্য উপাদানগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক এবং পারস্পরিক লেনদেনের মাধ্যমেই চলছে এ প্রবাহ। জীবনপ্রবাহের কেন্দ্রে রয়েছে মানুষ। চারপাশের গাছপালা, জীবজন্তু, মাটি-পানি-বাতাস সবকিছু নিয়েই মানুষের পরিবেশ। পরিবেশের এই প্রতিটি উপাদানের সঙ্গে মানুষের সম্পর্ক এবং নির্ভরশীলতা এতই বেশি যে, এদের পরিবর্তন মানব জাতির অস্তিত্বকেও প্রভাবিত করে। মানুষ তার খাদ্য, বস্ত্র, আবাস, চিকিৎসা- এক কথায় অস্তিত্বের প্রয়োজনে সবকিছুর জন্যই পরিবেশের ওপর নির্ভরশীল। মানুষসহ অন্যান্য জীবন বেঁচে থাকতে পারে তাপমাত্রা, আবহাওয়ার অন্যান্য পরিমাপের একটি নির্দিষ্ট সীমানার মধ্যে। তেমনিভাবে তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যশস্য এবং উদ্ভিদ প্রাণী ও পরিবেশের ওপর একান্তভাবে নির্ভরশীল। পরিবেশের বিভিন্ন উপাদান আবার নির্ভরশীল একে অপরের ওপর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও