ক্লিন ফিড বিদেশি চ্যানেল, অহেতুক বিরক্তির অবসান
বহুদিন পর টিভি দর্শকেরা এক অহেতুক উৎপাত থেকে মুক্তি পেলেন। সরকার ১ অক্টোবর থেকে বিদেশি চ্যানেলের অনুষ্ঠান বিজ্ঞাপনমুক্তভাবে (ক্লিন ফিড) প্রচারের নির্দেশ কার্যকর করেছে। সরকারি এ আদেশে বিদেশি চ্যানেলের পছন্দমতো অনুষ্ঠান দর্শকেরা নির্ঝঞ্ঝাটে উপভোগ করতে পারবেন। এবার বিজ্ঞাপন বিরতির জন্য অনুষ্ঠান দেখার আমেজ নষ্ট হবে না।
কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর ১৯-এর ১৩ উপধারায় বাংলাদেশে দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না মর্মে স্পষ্ট উল্লেখ আছে। কিন্তু কার আইন কে মানে। পরিষ্কার আইন থাকা সত্ত্বেও কেবল অপারেটর ও পরিবেশকেরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের পর বছর অবাধে বিজ্ঞাপনের বহর ঢুকিয়ে বিদেশি চ্যানেল প্রচার করে যাচ্ছেন।