![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/800/cpsprodpb/5F7E/production/_121064442_dcf5f785-4754-4807-9007-bc80de268bfe.jpg)
কুমিল্লায় ‘কোরআন উদ্ধার’ ঘিরে শহরে উত্তেজনা ও পূজামণ্ডপে হামলা
বাংলাদেশের কুমিল্লা শহরের একটি পূজামণ্ডপ থেকে 'কোরআন উদ্ধার'-এর পর বেশ কয়েকটি পূজামণ্ডপে হামলা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পূজা উদযাপন কমিটির সম্পাদক নির্মল পাল। তিনি বলেন শহরের নানুয়ারদীঘি এলাকার একটি পূজামণ্ডপের প্রতিমায় কোরআন রাখার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ গিয়ে তা উদ্ধার করে এবং এরপর পরই একদল ব্যক্তি বেশ কিছু পূজামণ্ডপে হামলার চেষ্টা চালায়।