আমাদের দুর্যোগ, তাঁহাদের ব্যবস্থাপনা
নানা দিবসের ঘনঘটায় আমাদের দিনপঞ্জি বা ক্যালেন্ডার সয়লাব। কোনো কোনো দিন একাধিক দিবস পালনের ডাক থাকে। বেশির ভাগ দিবসই আনুষ্ঠানিকতাসর্বস্ব, কাজেই আমজনতার আগ্রহ কম। আয়োজক আর তাদের সাঙ্গপাঙ্গ ছাড়া কাউকেই ধারেকাছে পাওয়া যায় না। শতরঞ্জির মালিক বা ডেকোরেটরের লোকজন অবশ্য শেষ পর্যন্ত থাকেন নিজেদের গরজে।
তবে নতুন নতুন জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে সদস্যরাষ্ট্রগুলো বছরের বিশেষ এক দিনে তাদের করণীয়গুলো বিশেষভাবে মনে করিয়ে দেওয়ার জন্য জাতিসংঘ কয়েকটা দিনকে বেছে নিয়েছে। অক্টোবরের ১৩ তারিখ (আজ) যেমন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এই দিন দুর্যোগের ঝুঁকি হ্রাসের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির পাশাপাশি সরকারের রাজনৈতিক সদিচ্ছাকে উৎসাহিত ও প্রবল করার জন্য চেষ্টা করা হয়। সেই সঙ্গে এ ক্ষেত্রে (ঝুঁকি কমিয়ে ফেলার ক্ষেত্রে) জনগণের অর্জনসমূহ চিহ্নিত করা ও সেগুলোকে উৎসাহিত এবং উদ্যাপনের ব্যবস্থা করা হয়।