ধর্ম যার যার থাকুক, উৎসব হোক সবার

ঢাকা পোষ্ট প্রভাষ আমিন প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০৮:৩৭

শরতে প্রকৃতির রং সাদা। আকাশে সাদা মেঘের ভেলা আর প্রকৃতিতে কাশফুলের ঢেউ। কিন্তু শরৎ এলেই বাংলার আকাশে-বাতাসে যেন উৎসবের রঙ লাগে। এ উৎসব শারদীয় দুর্গোৎসব। মান্না দে তার গানে শরৎ এলেই উৎসবের জন্য মন উচাটন করার কথা বলেছিলেন, ‘আজ শরতের কাশের বনে হাওয়ার লুটোপুটি, মন রয় না রয় না এই বিদেশে চায় যে এবার ছুটি…’।


সত্যিই বাতাসে যখন উৎসবের ঘ্রাণ, তখন সবার ইন্দ্রিয়ই তা ছুঁয়ে যায়। এটা ঠিক, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু দুর্গাপূজাকে ঘিরে যে উৎসব- শারদীয় দুর্গোৎসব; তা সবার উৎসব, সব বাঙালির আনন্দ আয়োজন। 


অসাম্প্রদায়িক চেতনা বাঙালির রক্তে মিশে আছে। তাই তো ধর্মের ভিত্তিতে গড়া রাষ্ট্র পাকিস্তান টিকতে পেরেছিল মাত্র ২৩ বছর। একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল অসাম্প্রদায়িক চেতনায়। বাংলাদেশের সংবিধানেও সেই চেতনার ঠাঁই হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও