![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffashite-mirtu-20211012182458.jpg)
রাজধানীতে স্ত্রীর সঙ্গে ‘অভিমানে’ গাড়িচালকের আত্মহত্যা
রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার একটি বস্তিতে মনির মোল্লা (৪৫) নামের এক গাড়িচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রীর দাবি, তিনি অভিমান করে আত্মহত্যা করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে মনির মোল্লা আত্মহত্যার চেষ্টা করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।