নিখোঁজ পপি গাজীপুরে, সত্যি কি তাই?
এক বছরের বেশি সময় ধরে লোকচক্ষুর অন্তরালে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয়সহ সবকিছু থেকে তিনি বিচ্ছিন্ন। তাকে না পাওয়া যাচ্ছে ফোনে, না সামাজিক মাধ্যমে। চলচ্চিত্রপাড়ায় পপির ঘনিষ্ঠরাও তার খবর জানেন না। ঢালিউডের জনপ্রিয় দম্পতি ওমর সানী-মৌসুমী সম্পর্কে পপির বোন-দুলাভাই। তারাও জানেন না অভিনেত্রী কোথায় আছেন, কেমন আছেন।
তবে পপি-ঘনিষ্ঠ জনপ্রিয় এক চিত্রনায়ক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অভিনেত্রী নাকি বর্তমানে গাজীপুরে নিজের বাগানবাড়িতে বসবাস করছেন। কিন্তু পপি বিয়ে করেছেন কিনা, তা পরিষ্কার করেননি ওই নায়ক। তার দাবি, শিগগিরই আড়াল ভেঙে সবার সামনে হাজির হবেন পপি। তখনই তার অন্তরাল জীবনের বিষয় নিয়ে মুখ খুলবেন। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।