কাজের সময় হাসপাতালে না থাকায় ৬ চিকিৎসককে শোকজ
                        
                            বাংলা ট্রিবিউন
                        
                        
                        
                         প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ০৯:৫১
                        
                    
                দায়িত্ব অবহেলা ও নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে এর জবাব চাওয়া হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) বিকালে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেনের নির্দেশে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর এ নোটিশ দেন। নোটিশ প্রাপ্তদের মধ্যে একজন অর্থপেডিক্স কনসালটেন্ট রয়েছেন।