You have reached your daily news limit

Please log in to continue


টেকসই উন্নয়নের পথে আরেক ধাপ

পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে 'রিঅ্যাক্টর প্রেশার ভেসেল' বা পরমাণু চুল্লিপাত্র স্থাপনের মধ্য দিয়ে বহু আকাঙ্ক্ষিত এ প্রকল্প আরেক ধাপ এগিয়ে গেল। রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তাও যথেষ্ট উৎসাহব্যঞ্জক।

কারণ দেশে যেভাবে প্রাকৃতিক গ্যাসের মজুদ ফুরিয়ে আসছে এবং বিশ্ববাজারে গ্যাসসহ অন্যান্য জ্বালানির দাম যেভাবে বাড়ছে; তাতে পরমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে মনোযোগ দেওয়াই হবে দূরদর্শিতার প্রমাণ। বস্তুত খোদ রূপপুর পরমাণু কেন্দ্রই জ্বালানি খাত নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার অন্যতম প্রধান প্রমাণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন