![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbair-1-20211011201332.jpg)
মাস্ক পরেই প্রবেশ করতে হবে বরিশালের মণ্ডপে
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ সন্ধ্যায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর বরিশাল জেলায় ৬৩৫ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পূজামণ্ডপে থাকছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি।
এবার জেলার পূজামণ্ডপে হবে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মণ্ডপের প্রবেশ গেটগুলোতে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।