![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpolice1-20211011175532.jpg)
দায়িত্বরত ট্রাফিক পুলিশকে রড দিয়ে আঘাত, হাসপাতালে ভর্তি
ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে মলাই কুমার মিত্র নামের এক ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা শহরের প্রধান সড়কের কোর্ট রোড মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা পুরাতন কোর্ট রোড মোড়। এই মোড়ে অধিকাংশ সময় রিকশায় যানজট লেগে থাকে। যানজট নিরসনে সোমবার দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল মলাই কুমার মিত্র।