মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মেয়র প্রার্থী অপহৃত
মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে মারধর, মনোনয়নপত্র ছিনতাই ও অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী আবদুল হালিম (৩৮)। আজ রোববার মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল হালিম পশ্চিম ছাগলনাইয়া গ্রামের ছিদ্দিক আহম্মদের ছেলে। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে অপহরণের শিকার হন। এরপর প্রায় তিন ঘণ্টা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে মনোনয়পত্র জমা দেওয়ার সময়সীমা শেষে সন্ধ্যায় পৌরসভার বাঁশপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের সহায়তায় তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।