ভারতীয় টিভি চ্যানেলগুলোর 'ক্লিন ফিড' পাওয়া যাবে কীভাবে? - BBC News বাংলা
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ২২:১৪
বাংলাদেশে পয়লা অক্টোবর থেকে অধিকাংশ বিদেশী টিভি চ্যানেল প্রদর্শন বন্ধ হয়ে যাবার পর এখনো সমস্যাটির সমাধান হয়নি। সরকার বলছে, বিদেশী চ্যানেল বাংলাদেশে দেখাতে হলে তা বিদেশী বিজ্ঞাপনমুক্তভাবে দেখাতে হবে, কিন্তু স্থানীয় কেবল টিভি পরিবেশক ও অপারেটররা বলছেন, তাদের পক্ষে এটা করা প্রায় অসম্ভব।
বিবিসি ওয়ার্ল্ড, সিএনএন ও আলজাজিরার মত আন্তর্জাতিক সংবাদ চ্যানেল, বিভিন্ন স্পোর্টস চ্যানেল, এবং স্টার জলসা বা জি-বাংলার মত ভারতীয় বিনোদন চ্যানেলগুলো বাংলাদেশের টিভি দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়। তাই ১লা অক্টোবর থেকে এগুলো সম্প্রচার হঠাৎ করে বন্ধ হয়ে যাবার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।