কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় বিশ্ববিদ্যালয়ের ৮৪.৬ শতাংশ শিক্ষার্থী মানসিক সমস্যায়

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ২০:১০

করোনা মহামারির সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ৮৫ ভাগ শিক্ষার্থী মানসিক সমস্যার শিকার হয়েছেন৷ এসময় নারী শিক্ষার্থীরা তুলানামূলক বেশি মানসিক সমস্যায় ভুগছেন৷ এমন তথ্যই দিচ্ছে বেসরকারি সংস্থা পরিচালিত এক গবেষণা৷ গবেষণায় করোনার সময়ে শিক্ষার্থীদের মানসিক সমস্যার লক্ষণের কথা জানা গেছে৷ তার মধ্যে রয়েছে হতাশা, নিজেকে তুচ্ছ মনে করা কিংবা মেজাজ খিটখিটে হয়ে থাকা ইত্যাদি৷


এদিকে দেশের বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ের অধ্যয়নরত বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেও এমন তথ্যই পাওয়া গেছে৷ ঢাকার বেসরকারি বিশ্বদ্যালয় নর্থসাউথ ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী আনিকা আনা৷ করোনার শুরুর পর যখন অনলাইন ক্লাস শুরু হয় তখন তিনি বেশ বিপাকে পড়ে যান৷


এর কারণ হিসেবে তিনি নিজের কম্পিউটারে টাইপিং-এর দক্ষতা তুলনামূলক কম থাকা এবং অনলাইন ক্লাসে অনভ্যস্ততার কথা জানান৷ আর অনলাইন ক্লাসে অভ্যস্ত হতে সময় লাগার কারণে প্রায়ই হীনমন্যতায় ভুগতেন বলেও জানান তিনি৷  এসব কিছু মিলিয়ে মারত্মক চাপে পড়েন আনিকা৷ প্রথম সেমিস্টারের পরীক্ষায় একটি বিষয়ে ফেল এবং আরেকটি বিষয়ে বেশ খারাপ ফল আসে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও