দেশে ৭৬ বছরের মধ্যে রেকর্ডভাঙা তাপপ্রবাহ
রাজধানীর মণিপুরিপাড়ায় আবু সাঈদের ইস্তিরির দোকানে কাপড়ের স্তূপ। ফার্মগেট থেকে যে সড়ক বিজয় সরণি গেছে, তার পাশের মার্কেটে এই দোকান। কিন্তু কাজ বন্ধ রেখে দোকানের বাইরে গিয়ে জিরোচ্ছিলেন সাঈদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই দোকানির সঙ্গে কথা হচ্ছিল। এত কাপড় ফেলে রেখে কেন দীর্ঘ সময় বাইরে আছেন—জিজ্ঞাসা করায় আবু সাঈদ কারণ হিসেবে জানালেন, তাঁর একজন সহকারী ছিল।
সে দুই দিন আগে কিছু না বলে দোকান থেকে চলে যায়। কারণ জিজ্ঞাসা করায় ছেলেটি বলে, এই গরমে সে ইস্তিরির দোকানে কাজ করবে না। তাই গ্রামে চলে গেছে। একা একা কাজ করতে দেরি হচ্ছে বলেই কাপড় জমা হয়েছে বিস্তর। আবু সাঈদ বলছিলেন, ‘এই গরমে টিকতে পারতেছি না। কারেন্ট যায় না তেমন। ফ্যানও ঘুরতেছে। কিন্তু গরম কমে না। কাজকর্ম বিরক্তিকর মনে হইতেছে। কখন যে বৃষ্টি আইব।’