কাবুল পতনের পর যুক্তরাষ্ট্র-তালেবান প্রথম বৈঠক অনুষ্ঠিত
আফগানিস্তান থেকে অগাস্টে সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র এই প্রথম তালেবানের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছে। কাতারের দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। চরমপন্থি দলগুলোকে নিয়ন্ত্রণে রাখা, মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া এবং মানবিক ত্রাণ কার্যক্রমের মতো বিষয়গুলো নিয়ে মূলত বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিবিসি জানায়, বৈঠকের পর তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দু'পক্ষই ফেব্রুয়ারি ২০২০’ এর দোহা চুক্তি বহাল রাখতে সম্মত হয়েছে।