![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F10%2Fsaymon_ushno.jpg%3Fitok%3D6aPmNor2)
মানবপাচারের গল্পে সিনেমা, জুটি বাঁধলেন সায়মন-উষ্ণ
এনটিভি
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১৩:২০
মানবপাচারের গল্পে ‘জলরঙ’ শিরোনামে একটি সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক সায়মন সাদিক ও উঠতি নায়িকা উষ্ণ হক। ২০২০-২১ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)। ৯ অক্টোবর থেকে গাজীপুরের হোতাপাড়ায় সিনেমাটির শুট শুরু হয়েছে।