স্টার্কে ভর করে ‘প্রথম জয়ে’র স্বপ্নে বিভোর অস্ট্রেলিয়া
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১২:৩১
টি-টোয়েন্টি নাকি শুধুই ব্যাটসম্যানদের খেলা। উইকেট থেকে বোলাররা যদি সাহায্য না পান, তবে প্রতিপক্ষ ব্যাটারের যাঁতাকল থেকে বাঁচা বড্ড দুঃসাধ্য হয়ে দাঁড়ায় বোলারদের জন্য। তবে হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়, তেমনি এই ফরম্যাটও সবার জন্য এক না।
কেউ কেউ দুর্ভাগাদের দলে থাকতে চান না। বেরিয়ে আসেন সে দল থেকে। সেটা নিজের যোগ্যতা, মেধা, বুদ্ধি আর প্রজ্ঞার মাধ্যমে। তাদেরই একজন মিচেল স্টার্ক। উইকেট যেমনই হোক, বল হাতে গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের নাভিঃশ্বাস তুলে ফেলাই যেন তার কাজ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
কালের কণ্ঠ
| সিডনি ক্রিকেট গ্রাউন্ড
২ বছর, ১১ মাস আগে
২ বছর, ১১ মাস আগে
কালের কণ্ঠ
| সিডনি
২ বছর, ১১ মাস আগে
২ বছর, ১১ মাস আগে
৩ বছর আগে