![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/10/10/madaripur-arrest-100921-01.jpg/ALTERNATES/w640/madaripur-arrest-100921-01.jpg)
মাদারীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে এসিড নিক্ষেপ, স্বামী ও শ্বশুর আটক
মাদারীপুরে ‘যৌতুক না দেওয়ায়’ সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, সদর উপজেলার কালাইমারা গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।আটকরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকার সোবাহান শেখ ও তার ছেলে সুমন শেখ।ওসি বলেন, সুমন শেখের সঙ্গে নয় মাস আগে পাশের কালাইমারা গ্রামের ওই নারীর বিয়ে হয়।