![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmurder-sunamgong-20211009183934.jpg)
চাঁপাইনবাবগঞ্জে বিষপানে যুবক, বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক জায়গা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৈর ঠেকাপাড়া গ্রাম থেকে পরিমল উরাও ও রাধানগর ইউনিয়নের বসনইল গঙ্গাধরা গ্রাম থেকে সৃষ্টি খালকোর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার পরিমল উরাও তার নিজ বাড়ির বারান্দায় কীটনাশকজাতীয় বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। সকালে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তিনি ওই গ্রামের মৃত গোবিন্দ উরাওয়ের ছেলে।
দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৈর ঠেকাপাড়া গ্রাম...