শিক্ষকের হাত ভেঙে দেওয়া সেই বখাটে আটক
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষকের হাত ভেঙে দেওয়া বখাটে নয়ন কর্মকারকে আটক করে থানায় রেখেছে পুলিশ। শনিবার (৯ অক্টোবর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে সুন্দরদী গ্রামের পালপাড়ার বাসিন্দা এবং ব্যবসায়ী দীপক কর্মকারের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত শিক্ষক কমল হালদার বলেন, ‘টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল নয়ন। বিষয়টি ছাত্রীর অভিভাবকরা জানালে আমি শিক্ষক নয়ন কর্মকারকে বকাঝকা করি। এতে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে আমার ওপর জখম করে এবং ডান হাত ভেঙে দেয়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- আটক
- বখাটে
- উত্ত্যক্ত
- বাংলাদেশ পুলিশ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে