![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F2-death-body-20211009131210.jpg)
শরীয়তপুরে পথচারীকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
শরীয়তপুরের জাজিরায় এক পথচারীকে ধাক্কা দেওয়ার পর মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন এক যাত্রী। মারা গেছেন ওই পথচারীও। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের শাকিমআলী চৌকিদারকান্দি এলাকার আবুল খালাসীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।