কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২ নভেম্বর পর্যন্ত জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক

ডেইলি স্টার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২১, ১২:২২

রিজেন্ট কেলেঙ্কারির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে ২ নভেম্বর পর্যন্ত। জামিন দিয়েছেন আদালত।


আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম এমরুল কায়েশ অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন। এদিন সকালে আদালতে আত্মসমর্পণ করে আবুল কালাম আজাদ জামিন আবেদন করেন।


গত মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিনের আবেদনের জন্য সকাল ১১টার দিকে তিনি আদালতে গিয়েছিলেন। তবে তিনি আত্মসমর্পণ করেননি বা জামিন চাননি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন তিনি আত্মসমর্পণ করেননি বা জামিন চাননি তা জানা যায়নি।'


রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আবুল কালাম আজাদকেও আসামি করে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগে এই মামলায় সাহেদ করিমসহ ৫ জনকে আসামি করা হয়েছিল। সাহেদ ছাড়া বাকি ৪ জনই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও