৩৭ ম্যাচ পর ইতালিকে হারের ‘তেতো স্বাদ’ দিলো স্পেন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২১, ০৭:৫৫
টানা ৩৭ ম্যাচ ধরে অজেয় ইতালি। অবশেষে নেশন্স লিগে এসে ইউরো চ্যাম্পিয়নদের জয়রথ থেমেছে। বুধবার (৬ অক্টোবর) রাতে ১০ জনের ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এরই সঙ্গে রবার্তো মানচিনির দলের বিপক্ষে ইউরোর সেমিফাইনালে হারের প্রতিশোধও নেওয়া হলো। দলের জয়ে দুটি গোলই এসেছে ফেরান তোরেসের কাছ থেকে।
সান সিরোতে ইতালি বল দখলে অনেকটাই পিছিয়ে। আক্রমণে উঠে লুইস এনরিকের দলের গোল পেতে সময় লাগেনি। ম্যাচ ঘড়ির ১৭ মিনিটে এগিয়ে যায়। ওয়ারজাবালের ক্রসে তোরেস দারুণ ভলিতে করেন লক্ষ্যভেদ।