![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Farms-20211006094853.jpg)
ভৈরবে অস্ত্রসহ নৌডাকাত শাহিন গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরবে রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত নৌডাকাত মো. শাহিনকে গ্রেফতার করছে নৌপুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টায় পৌর শহরের কালীপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিন পৌর শহরের কালিপুর উত্তরপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিরাজ মিয়ার ছেলে।