![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/149A7/production/_120819348_whatsappimage2021-10-05at12.44.10pm.jpg)
হারানো পাখির সন্ধান পেতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
ঢাকার গুলশান এলাকার দেয়ালে দেয়ালে একটা পোষ্টার অনেকের নজর কেড়েছে। পোষ্টারে একটা টিয়া পাখির ছবি। 'পাখি হারানো বিজ্ঞপ্তি' শিরোনামের এই পোস্টারে উল্লেখ করা হয়, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
পোষ্টারটিতে আরো লেখা রয়েছে, "কিউই (টিয়া) পাখিটি নিজের নাম বলতে পারে"।
পাখিটির মালিক ফাইজা ইব্রাহীমের সাথে কথা হয় বিবিসি বাংলার। গুলশান-১ এলাকার এই বাসিন্দা বলেন, পাখিটিকে কিউই নামে ডাকেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হারানো
- পোষা প্রাণী
- হারানো সম্পদ