শিল্পকলায় দুর্নীতি: পর্দা, প্লেট, সোফা কার জন্য কে কিনলো!
২৬ কোটি টাকা উত্তোলনের অভিযোগের পর এবার শিল্পকলা একাডেমিতে পাওয়া গেলো লক্ষাধিক টাকার ভুয়া ভাউচার। শিল্পকলা একাডেমির নামে তানিয়া বেডিং-এর একটি ভাউচারে দেখা গেলো পর্দা কেনা হয়েছে সাড়ে ১৫ হাজার টাকায়। বিক্রেতার নাম হামিদ।
দোকান মালিক মাসুদ রানা। রানার নম্বরে কল করলে তিনি হামিদকে চেনেন না বলে জানান। চলতি বছর ২৭ জুন শিল্পকলা একাডেমিতে পর্দা বিক্রি করেছেন কিনা জানতে চাওয়া হলে সময় নেন মাসুদ। তারপর বলেন, তিনি কোনও পর্দা বিক্রি করেননি। তবে তার দোকান থেকে একটা স্লিপ নিয়ে গেছে একজন। বুঝতে বাকি থাকে না, ওটা ছিল ভুয়া ভাউচার।