কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাঙনের শব্দ শুনি

নয়া দিগন্ত শাহ মো: বুলবুল ইসলাম প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২১, ১৯:৫৭

গত ২০ থেকে ৫০ বছরে বিশ্বে অভাবনীয় উন্নতি হয়েছে। সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক ও শিল্পবিপ্লব- উন্নতি সবই হয়েছে। কিন্তু এর মধ্যে দ্রুত একটি অগ্রসরমান সামাজিক বিপর্যয় সবার অগোচরে ঘটেছে। এটি উইপোকার মতো আমাদের সমাজকে গিলে খাচ্ছে। ভাঙছে পরিবার ও সমাজ। এক পরিসংখ্যানে দেখা গেছে, গত সাত বছরে আমাদের দেশে বিয়ে বিচ্ছেদ প্রায় ৩৪ শতাংশ বেড়েছে, যা বর্তমানে প্রতি ঘণ্টায় একটিতে দাঁড়িয়েছে। দৃষ্টির আড়ালে ঘটনাগুলো ঘটছে বিধায় আমরা তা টের পাচ্ছি না।


এ প্রবণতা এভাবে চলতে থাকলে আগামী ১০ বছর পর আমাদের পরিবার নামক প্রতিষ্ঠানটি ভেঙে যেতে পারে। পরিবার প্রথা ভেঙে গেলে কী হয় সেটি পাশ্চাত্যকে দেখে বুঝতে পারি। ভাঙা পরিবারে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটি শিশুদের মানসিকভাবে প্রচণ্ড রকমের আঘাত করে। এসব শিশু কখনো স্বাভাবিক কিংবা মানসিক ভারসাম্য নিয়ে বড় হতে পারে না। তাদের ভেতরে একটি হীনম্মন্যতাবোধ এবং অপরাধপ্রবণতা কাজ করে। ফলে পরবর্তী সময়ে তারা বিভিন্ন ধরনের সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও