![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/10/03/bagerhat-mobile-court-030921-01.jpg/ALTERNATES/w640/bagerhat-mobile-court-030921-01.jpg)
উত্যক্ত করায় অটোরিকশা চালকের কারাদণ্ড
বাগেরহাটে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় এক অটোরিকশা চালককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম স্কুলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই অটোরিকশা চালককে এ দণ্ড দেন।দণ্ডিত আব্দুল কাদের (৩৩) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামের হেকমত শেখের ছেলে।