ভৈরবে বগি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
ভৈরবে লাইনচ্যুত একটি ট্রেনের বগি উদ্ধার শেষে ছয় ঘণ্টা পর কিশোরগঞ্জের পথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাইনচ্যুত বগিটিকে উদ্ধার করে। এরপর ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।
শনিবার দুপুর দেড়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন জগন্নাথপুর এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এরপর ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।