ধনীগোষ্ঠীকে প্রণোদনা, মধ্যবিত্তের সঞ্চয়ে হাত
সরকার বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র ও বন্ডে বিনিয়োগের ওপর মুনাফার হার হ্রাস করেছে। কয়েকটি ধাপে বিভক্ত করে নিম্নতম ধাপের মুনাফা রাখা হয়েছে অপরিবর্তিত। চার ধরনের সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় কর্মসূচির মোটামুটি সবই এর আওতায় এসেছে। সর্বনিম্ন¤স্তরের ওপরের বিনিয়োগকারীদের মুনাফার হার কমেছে গড়ে ১ থেকে ২ শতাংশ। এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাঁরা নতুনভাবে সঞ্চয়পত্র কিনবেন, তাঁদের জন্য এ হার প্রযোজ্য হবে। সব সঞ্চয়পত্রই নির্ধারিত সময়ের জন্য ইস্যু করা হয়। এখন মেয়াদ ফুরিয়ে গেলে কিনতে হবে কম মুনাফার নতুন সঞ্চয়পত্র।
এ সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে বলা হয়, সরকারের সুদ খাতে ব্যয় হ্রাস করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বলা হয়, মুনাফার হার এর আগে কমানো হয়েছে ২০১৫ সালে। অর্থাৎ ছয় বছর পর এটা আরও নিম্নগামী করা হলো। বক্তব্যটি অসম্পূর্ণ। কেননা মাত্র দুই বছর আগে সঞ্চয়পত্রের মুনাফার হার ‘অপরিবর্তিত’ রেখে উৎসে মীমাংসিত আয়কর ৫ থেকে ১০ শতাংশ করা হয়েছিল। এর অর্থ কমিয়ে দেওয়া হয়েছিল মুনাফা।