যাত্রীরা এখন আর অবাক হন না
টাকা বুঝে নিয়ে দ্রুত হাতে টিকিট কাটছিলেন হাসি আক্তার। কাউন্টারের এক পাশে টিকিটের বান্ডিল। আরেক পাশে আলাদা করে রাখা ১০ টাকার বান্ডিল আর ৫ টাকার পয়সা। হাসি আক্তারের সঙ্গে কথা বলার ফুরসত পাওয়া যাচ্ছিল না। একের পর এক বাস আসতে থাকায় ঘন ঘন আসছিলেন যাত্রীরা। হাসি এর মধ্যেই হাসিমুখে বললেন, ফাঁকা সময় পাওয়া যাবে না। এর মধ্যেই কথা চালিয়ে যেতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- টিকেট
- যাত্রী
- আগাম টিকেট
- টিকেট বাণিজ্য