এক জালেই ২১ কেজির বাঘাইড় ১৫ কেজির কাতল
রাজবাড়ী গোয়ালন্দে পদ্মা নদীতে জেলে সাইয়ুম হলদারের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির বাঘাইড় ও কাতল মাছ। শনিবার (২ অক্টোবর) সকালে নদীর অন্তার মোড় এলাকায় মাছ দুটি ধরেন তিনি। বাঘাইড়ের ওজন ২১ এবং কাতল ১৫ কেজি।
খবর পেয়ে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহান শেখ বাঘাইড়টি ১২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ এবং কাতল ১৩৫০ টাকা দরে ২০ হাজার ২৫০ টাকায় কিনেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ওজন বেশি
- মাছ শিকার
- বাঘাইড় মাছ